'মিজান খন্দকার সাহিত্য পুরস্কার' এর নিয়মাবলী-

কয়েকটি সহজ নিয়মের মাধ্যমে এই পুরস্কার প্রদান করা হবেঃ-

  • কুড়িগ্রাম জেলার যে কোন উপজেলায় জন্মগ্রহণকারী লেখক এর জন্য যোগ্য বলে বিবেচিত হবেন।
  • বইয়ের বিষয়ঃ সৃজনশীল রচনা যেমন ছড়া, কবিতা, গল্প, নাটক, উপন্যাস, প্রবন্ধ, মৌলিক গবেষণা ও অনুবাদ।
  • পুরস্কার প্রদানের বৎসরে লেখকের বয়স অনূর্ধ্ব ৪০ বৎসর হওয়া আবশ্যক।
  • বইয়ের প্রথম সংস্করণ গৃহীত হবে।

 

বৎসরভিত্তিক নিয়ম পরিমার্জন করা হতে পারে। সেজন্য বৎসরভিত্তিক নিয়মাবলী দেখা প্রয়োজন।

 
কবি মিজান খন্দকার | উদ্যোক্তা: তীব্র কুড়িগ্রাম | কুড়িগ্রাম, বাংলাদেশ | Index