মিজান খন্দকার সাহিত্য পুরস্কার ২০২২ এর জন্য বই আহ্বান

মিজান খন্দকার সাহিত্য পুরস্কার ২০২২ এর জন্য বই আহ্বান

মিজান খন্দকার সাহিত্য পুরস্কার ২০২২ এর জন্য বই আহ্বান করা হচ্ছে। মনোনয়নপ্রাপ্ত হবার জন্য প্রেরিত বই এবং লেখকের নিম্নোক্ত বিষয়াবলী লক্ষ্য করা প্রয়োজন।

  • কুড়িগ্রাম জেলার যে কোন উপজেলায় জন্মগ্রহণকারী লেখক এতে অংশ নিতে পারবেন।
  • ১‌৮ থেকে ৪০ বৎসর (২০২২ এ) বয়সী লেখকগণ পুরস্কারের জন্য বিবেচিত হবেন।
  • বইয়ের বিষয়ঃ সৃজনশীল রচনা (কবিতা, গল্প, উপন্যাস, মুক্তগদ্য, প্রবন্ধ ইত্যাদি), মৌলিক গবেষণা, অনুবাদ ও সম্পাদনা।
  • ০১-০১-২০২০ থেকে ৩১-১২-২০২১ সালের মধ্যে প্রকাশিত বইয়ের প্রথম সংস্করণ 'মিজান খন্দকার সাহিত্য পুরস্কার- ২০২২' এর মনোনয়নের জন্য গৃহীত হবে।
  • ২০ সেপ্টেম্বর ২০২২ তারিখের মধ্যে 'তীব্র কুড়িগ্রাম' এর ঠিকানায় এক কপি গ্রন্থ জমা দিতে হবে।


 

বই জমা দেয়ার ঠিকানা:-

সুশান্ত বর্মণ
সহকারী অধ্যাপক (বাংলা)
কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজ, কুড়িগ্রাম।
ইমেইল: susantabn1@gmail.com
ফোন: 01761845050
 
কবি মিজান খন্দকার | উদ্যোক্তা: তীব্র কুড়িগ্রাম | কুড়িগ্রাম, বাংলাদেশ | Index