মিজান খন্দকার সাহিত্য পুরস্কার ও এর নিয়মাবলী

বাংলা সাহিত্যে মিজান খন্দকারের অবস্থানকে স্মরণীয় করে রাখতে প্রবর্তন করা হল 'মিজান খন্দকার সাহিত্য পুরস্কার'। কুড়িগ্রাম জেলায় জন্মগ্রহণ করা, অনূর্ধ্ব ৪০ বৎসর বয়সের সৃষ্টিশীল লেখক এই পুরস্কারের জন্য বিবেচিত হবেন। ছড়া, কবিতা, গল্প, উপন্যাস প্রবন্ধ সহ মৌলিক গবেষণা ও অনুবাদকর্মের জন্য এই পুরস্কার প্রদান করা হবে। কুড়িগ্রাম জেলায় জন্ম নেয়া তরুণ লেখকগণকে অমরলোকের স্বপ্ন দেখাবে 'মিজান খন্দকার সাহিত্য পুরস্কার'। 

 

'মিজান খন্দকার সাহিত্য পুরস্কার' এর নিয়মাবলী

- কয়েকটি সহজ নিয়মের মাধ্যমে এই পুরস্কার প্রদান করা হবেঃ- 

  • কুড়িগ্রাম জেলার যে কোন উপজেলায় জন্মগ্রহণকারী লেখক এর জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। 
  • বইয়ের বিষয়ঃ সৃজনশীল রচনা যেমন ছড়া, কবিতা, গল্প, নাটক, উপন্যাস, প্রবন্ধ, মৌলিক গবেষণা ও অনুবাদ। 
  • পুরস্কার প্রদানের বৎসরে লেখকের বয়স অনূর্ধ্ব ৪০ বৎসর হওয়া আবশ্যক। 
  • বইয়ের প্রথম সংস্করণ গৃহীত হবে। 

 উল্লেখ্য যে, বৎসরভিত্তিক নিয়ম পরিমার্জন করা হতে পারে।

 
কবি মিজান খন্দকার | উদ্যোক্তা: তীব্র কুড়িগ্রাম | কুড়িগ্রাম, বাংলাদেশ | Index