মিজান খন্দকার সাহিত্য পুরস্কার ২০২৩ তুলে দেয়া হচ্ছে কবি মোকলেছুর রহমানের হাতে
মিজান খন্দকার সাহিত্য পুরস্কার ২০২৩ তুলে দেয়া হচ্ছে কবি মোকলেছুর রহমানের হাতে

মিজান খন্দকার স্মারক বক্তৃতা ২০২৩ এর শুভেচ্ছা উপহার তুলে দেয়া হচ্ছে রিদওয়ান পর্বের হাতে
মিজান খন্দকার স্মারক বক্তৃতা ২০২৩ এর শুভেচ্ছা উপহার তুলে দেয়া হচ্ছে রিদওয়ান পর্বের হাতে

পুরস্কৃত কবি'র গলায় ফুলের মালা পরিয়ে দিচ্ছেন সুশান্ত বর্মণ
পুরস্কৃত কবি'র গলায় ফুলের মালা পরিয়ে দিচ্ছেন সুশান্ত বর্মণ

পুরস্কৃত কবি'কে বই উপহার দিচ্ছেন বিশিষ্ট ব্যক্তিবর্গ
পুরস্কৃত কবি'কে বই উপহার দিচ্ছেন বিশিষ্ট ব্যক্তিবর্গ

উপস্থিতির একাংশ
উপস্থিতির একাংশ

বক্তৃতা দিচ্ছেন মিজান খন্দকার সাহিত্য পুরস্কার ২০২৩ প্রাপ্ত কবি মোকলেছুর রহমান
বক্তৃতা দিচ্ছেন মিজান খন্দকার সাহিত্য পুরস্কার ২০২৩ প্রাপ্ত কবি মোকলেছুর রহমান

বক্তব্য দিচ্ছেন অনুষ্ঠানের প্রধান অতিথি মোহাম্মদ শাহাবুদ্দিন
বক্তব্য দিচ্ছেন অনুষ্ঠানের প্রধান অতিথি মোহাম্মদ শাহাবুদ্দিন

বক্তব্য দিচ্ছেন উদীচী শিল্পীগোষ্ঠী, কুড়িগ্রাম জেলা সংসদ-এর সভাপতি নেজামুল হক বিলু
বক্তব্য দিচ্ছেন উদীচী শিল্পীগোষ্ঠী, কুড়িগ্রাম জেলা সংসদ-এর সভাপতি নেজামুল হক বিলু

বক্তৃতা দিচ্ছেন বিশিষ্ট কথা সাহিত্যিক, গল্পকার, কবি জুলকারনাইন স্বপন
বক্তৃতা দিচ্ছেন বিশিষ্ট কথা সাহিত্যিক, গল্পকার, কবি জুলকারনাইন স্বপন

বক্তৃতা দিচ্ছেন কবি হেলালুজ্জামান হেলাল
বক্তৃতা দিচ্ছেন কবি হেলালুজ্জামান হেলাল

বক্তৃতা দিচ্ছেন সুশান্ত বর্মণ, সম্পাদক, তীব্র কুড়িগ্রাম
বক্তৃতা দিচ্ছেন সুশান্ত বর্মণ, সম্পাদক, তীব্র কুড়িগ্রাম

বক্তৃতা দিচ্ছেন কবির সহধর্মিনী শাহনাজ পারভীন
বক্তৃতা দিচ্ছেন কবির সহধর্মিনী শাহনাজ পারভীন

বক্তৃতা দিচ্ছেন কবির বন্ধু শান্তনু
বক্তৃতা দিচ্ছেন কবির বন্ধু শান্তনু

বক্তৃতা দিচ্ছেন কবি ও সাংবাদিক আহম্মেদুল কবির
বক্তৃতা দিচ্ছেন কবি ও সাংবাদিক আহম্মেদুল কবির

শুভেচ্ছা উপহার দিচ্ছেন কবি ও সাংবাদিক আহম্মেদুল কবির
শুভেচ্ছা উপহার দিচ্ছেন কবি ও সাংবাদিক আহম্মেদুল কবির

শুভেচ্ছা উপহার দিচ্ছেন কবি ও বিন্দু সম্পাদক সাম্য রাইয়ান
শুভেচ্ছা উপহার দিচ্ছেন কবি ও বিন্দু সম্পাদক সাম্য রাইয়ান

মিজান খন্দকার স্মারক বক্তৃতা ও সাহিত্য পুরস্কার- ২০২৩ অনুষ্ঠানের ব্যানার
মিজান খন্দকার স্মারক বক্তৃতা ও সাহিত্য পুরস্কার- ২০২৩ অনুষ্ঠানের ব্যানার




'মিজান খন্দকার স্মারক বক্তৃতা ও সাহিত্য পুরস্কার- ২০২৩' অনুষ্ঠানে উপস্থিত অতিথিবর্গ
'মিজান খন্দকার স্মারক বক্তৃতা ও সাহিত্য পুরস্কার- ২০২৩' অনুষ্ঠানে উপস্থিত অতিথিবর্গ

 

'তীব্র কুড়িগ্রাম'- এর উদ্যোগে গতকাল ২৫ অক্টোবর ২০২৩  বুধবার কুড়িগ্রাম পাবলিক লাইব্রেরি মাঠে বেলা ৪ টা থেকে সন্ধ্যা ৬:৩০ টা পর্যন্ত প্রয়াত কবি মিজান খন্দকার স্মরণে স্মারক বক্তৃতা ও সাহিত্য পুরস্কার-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।


অনুষ্ঠানের সভাপতিত্ব করেন তীব্র কুড়িগ্রাম সম্পাদক ও কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক, প্রাবন্ধিক সুশান্ত বর্মণ। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও কুড়িগ্রাম রিভার ভিউ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক বাংলাদেশ বেতার সাংবাদিক স্যার মোহাম্মদ শাহাবুদ্দিন, বিশেষ সম্মানিত অতিথি ছিলেন কবি মিজান খন্দকারের সহধর্মিনী জেসমিন আরা পারুল, উদীচী শিল্পীগোষ্ঠী, কুড়িগ্রাম জেলা সংসদ-এর সভাপতি নেজামুল হক বিলু, বিশিষ্ট কথা সাহিত্যিক, গল্পকার, কবি জুলকারনাইন স্বপন, কবি হেলালুজ্জামান হেলাল, কবি ও সাংবাদিক আহম্মেদুল কবির। আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠানের স্মারক বক্তৃতা পর্বে অনুশীলন সম্পাদক রিদওয়ান পর্ব স্বরচিত প্রবন্ধ 'মিজান খন্দকারের কবিতায় যাপিত জীবনের রূপ- বৈচিত্র্য’ পাঠ করেন।


অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে তরুণ ও উদীয়মান কবি মোকলেছুর রহমানকে তাঁর লিখিত 'সব বৃক্ষ মহোদয় হয় না' কাব্যগ্রন্থের কাব্যে জীবনদর্শনের নিরাভরণ রূপ, শব্দচারিমার সৌকর্য এবং আবেগের শৈল্পিক উপস্থাপনের জন্য কবি মিজান খন্দকার সাহিত্য পুরস্কার-২০২৩ প্রদান করা হয়। পুরস্কার প্রদান পর্বে উপস্থিত সকলে কবিকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় 'সব বৃক্ষ মহোদয় হয় না' কাব্যগ্রন্থটি নিয়ে বিশেষ আলোচনা করেন কবি ও সাংবাদিক আহম্মেদুল কবির। অনুষ্ঠানটি সঞ্চালন করেন সাদিকুর রহমান।

মিজান খন্দকার স্মারক বক্তৃতা ২০২৩ উপস্থাপন


 ২৫শে অক্টোবর ২০২৩ খ্রিস্টাব্দ, বুধবার কুড়িগ্রাম পাবলিক লাইব্রেরি মাঠে বিকেলে মিজান খন্দকার স্মারক বক্তৃতা ২০২৩ উপস্থাপন করা হয়। 


"'মিজান খন্দকারের কবিতায় যাপিত জীবনের রূপ- বৈচিত্র্য’" শীর্ষক স্মারক বক্তৃতা উপস্থাপন করেন 'অনুশীলন' পত্রিকার সম্পাদক রিদওয়ান পর্ব।

মিজান খন্দকার সাহিত্য পুরস্কার ২০২৩


প্রাপক: 

মোকলেছুর রহমান (কবি, জন্ম: ১৯৮৬, কুড়িগ্রাম)


‘সব বৃক্ষ মহোদয় হয় না’ কাব্যে জীবনদর্শনের নিরাভরণ রূপ, শব্দচারিমার সৌকর্য এবং আবেগের শৈল্পিক উপস্থাপনের জন্য মোকলেছুর রহমানকে ‘মিজান খন্দকার সাহিত্য পুরস্কারে’ ভূষিত করা হল।


 

পুরস্কার প্রদান অনুষ্ঠান: 


তারিখ: ২৫ অক্টোবর, ২০২৩ (বুধবার), বিকেল চারটা৷
স্থান: কুড়িগ্রাম পাবলিক লাইব্রেরী মিলনায়তন, কুড়িগ্রাম

‘তীব্র কুড়িগ্রাম’ এর উদ্যোগে মিজান খন্দকার সাহিত্য পুরস্কার ২০২৩ এর জন্য বই আহ্বান

বাংলা সাহিত্যে মিজান খন্দকারের অবস্থানকে স্মরণীয় করে রাখতে ২০২২-এ প্রবর্তন করা হয়েছে ‘মিজান খন্দকার সাহিত্য পুরস্কার’। ছড়া, কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ সহ মৌলিক গবেষণা ও অনুবাদকর্মের জন্য একজন লেখককে বাৎসরিক এই পুরস্কার প্রদান করা হবে। কুড়িগ্রাম জেলায় জন্ম নেয়া তরুণ লেখকগণকে অমরলোকের স্বপ্ন দেখাবে ‘মিজান খন্দকার সাহিত্য পুরস্কার’


মিজান খন্দকার সাহিত্য পুরস্কার ২০২৩ এর নিয়মাবলী:

  • বইয়ের বিষয়: সৃজনশীল রচনা (কবিতা, গল্প, উপন্যাস, মুক্তগদ্য, প্রবন্ধ ইত্যাদি), মৌলিক গবেষণা, অনুবাদ ও সম্পাদনা।
  • কুড়িগ্রাম জেলার যে কোন উপজেলায় জন্মগ্রহণকারী লেখক বই জমা দিতে পারবেন।
  • ১৮ থেকে ৪০ বৎসর (২০২৩-এ) বয়সী লেখকগণ পুরস্কারের জন্য বিবেচিত হবেন।
  • ০১-০১-২০২০ থেকে ৩০-০৬-২০২৩ সালের মধ্যে প্রকাশিত বইয়ের প্রথম সংস্করণ ‘মিজান খন্দকার সাহিত্য পুরস্কার- ২০২৩’ এর মনোনয়নের জন্য গৃহীত হবে।
  • ৩০ আগস্ট ২০২৩ তারিখের মধ্যে 'তীব্র কুড়িগ্রাম' এর ঠিকানায় এক কপি গ্রন্থ জমা দিতে হবে।


বই জমা দেয়ার ঠিকানা:

সুশান্ত বর্মণ
সহকারী অধ্যাপক
বাংলা বিভাগ, কুড়িগ্রাম সরকারী মহিলা কলেজ, কুড়িগ্রাম।
ফোন: 01761845050

"মিজান খন্দকার সাহিত্য পুরস্কার ২০২২" পেলেন কবি শামীম সৈকত।
শামীম সৈকতের হাতে "মিজান খন্দকার সাহিত্য পুরস্কার ২০২২" তুলে দিচ্ছেন কুড়িগ্রাম জেলার শিল্প-সাহিত্যের বিশিষ্ট ব্যক্তিগণ

২০২০ সালে প্রকাশিত "মেরুন সন্ধ্যালোকে" কাব্যের জন্য "মিজান খন্দকার সাহিত্য পুরস্কার ২০২২" পেলেন কবি শামীম সৈকত

 

"মিজান খন্দকার সাহিত্য পুরস্কার ২০২২" অনুষ্ঠানের ব্যানার
 "মিজান খন্দকার সাহিত্য পুরস্কার ২০২২" অনুষ্ঠানের ব্যানার

২১শে অক্টোবর ২০২২ খ্রিস্টাব্দে কুড়িগ্রাম পাবলিক লাইব্রেরিতে বিকেলে এই পুরস্কার তুলে দেওয়া হয়।

"চিত্রিত স্বরূপের অনুভববোধ এবং অনুষঙ্গে সবিশেষ মিজান খন্দকার" শীর্ষক স্মারক বক্তৃতা উপস্থাপন করেন 'তীব্র কুড়িগ্রাম' পত্রিকার সম্পাদক সুশান্ত বর্মণ।

প্রধান অতিথি ছিলেন একুশে পদকপ্রাপ্ত সমাজসেবক এস.এম. আব্রাহাম লিংকন। উপস্থিত ছিলেন সাংবাদিক শফি খান, 'একাল' পত্রিকার সম্পাদক ও গল্পকার জুলকারনাইন স্বপন, উদীচী কুড়িগ্রামের সভাপতি নেজামুল হক বিলু, কবি ও আবৃত্তিকার আশিষ বকসী, 'সাম্প্রতিক কুড়িগ্রাম' সংগঠনের সভাপতি শাহিনুর রহমান এবং প্রয়াত কবি মিজান খন্দকারের স্ত্রী জেসমিন আরা পারুল ও পুরস্কারপ্রাপ্ত কবি শামীম সৈকতের স্বজনসহ আরও অনেকে।

সঞ্চালনায় ছিলেন নুসরাত জাহান এবং মোখলেছুর রহমান।

 

ফটো গ্যালারি


"চিত্রিত স্বরূপের অনুভববোধ এবং অনুষঙ্গে সবিশেষ মিজান খন্দকার" শীর্ষক স্মারক বক্তৃতা উপস্থাপন করেন 'তীব্র কুড়িগ্রাম' পত্রিকার সম্পাদক সুশান্ত বর্মণ
"চিত্রিত স্বরূপের অনুভববোধ এবং অনুষঙ্গে সবিশেষ মিজান খন্দকার" শীর্ষক স্মারক বক্তৃতা উপস্থাপন করেন 'তীব্র কুড়িগ্রাম' পত্রিকার সম্পাদক সুশান্ত বর্মণ

বক্তব্য দিচ্ছেন 'একাল' পত্রিকার সম্পাদক ও গল্পকার জুলকারনাইন স্বপন
বক্তব্য দিচ্ছেন 'একাল' পত্রিকার সম্পাদক ও গল্পকার জুলকারনাইন স্বপন

বক্তব্য দিচ্ছেন বিশিষ্ট সাংবাদিক শফি খান
বক্তব্য দিচ্ছেন বিশিষ্ট সাংবাদিক শফি খান

বক্তব্য দিচ্ছেন উদীচী কুড়িগ্রামের সভাপতি নেজামুল হক বিলু
বক্তব্য দিচ্ছেন উদীচী কুড়িগ্রামের সভাপতি নেজামুল হক বিলু

বক্তব্য দিচ্ছেন পুরস্কারপ্রাপ্ত কবি শামীম সৈকত
বক্তব্য দিচ্ছেন পুরস্কারপ্রাপ্ত কবি শামীম সৈকত

'বিন্দু' পত্রিকার পক্ষ থেকে উপহার দিচ্ছেন বিন্দু সম্পাদক সাম্য রাইয়ান
'বিন্দু' পত্রিকার পক্ষ থেকে উপহার দিচ্ছেন বিন্দু সম্পাদক সাম্য রাইয়ান

'চারুবার্তা' পত্রিকার পক্ষ থেকে উপহার দিচ্ছেন চারুবার্তা সম্পাদক ফিরোজ
'চারুবার্তা' পত্রিকার পক্ষ থেকে উপহার দিচ্ছেন চারুবার্তা সম্পাদক ফিরোজ

'চারুবার্তা' পত্রিকার পক্ষ থেকে দেয়া বাংলা সংস্কৃতির নিদর্শন মাটির পুতুল
'চারুবার্তা' পত্রিকার পক্ষ থেকে দেয়া বাংলা সংস্কৃতির নিদর্শন মাটির পুতুল


ছবিসূত্র: চারুবার্তা

 
কবি মিজান খন্দকার | উদ্যোক্তা: তীব্র কুড়িগ্রাম | কুড়িগ্রাম, বাংলাদেশ | Index