নব্বই দশকের অন্যতম কবি মিজান খন্দকার। সাহিত্য ভাবনা ও চর্চাক্ষেত্রে নতুন শৈলীর প্রতি তিনি ছিলেন কৌতুহলী ও সহনশীল। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে 'তীব্র কুড়িগ্রাম' এর উদ্যোগে শুরু করা হয়েছে 'মিজান খন্দকার স্মারক বক্তৃতা'।
সাহিত্যের বৈচিত্রময় নানা দিক নিয়ে আলোচনা, বিশ্লেষণ, অনুধাবন প্রভৃতিকে আশ্রয় করে কুড়িগ্রামে আয়োজন করা হবে স্মারক বক্তৃতার। এতে বাংলা সাহিত্যের বিবিধ প্রসঙ্গে আলোচনা করবেন দেশবরেণ্য ব্যক্তিগণ। 'মিজান খন্দকার স্মারক বক্তৃতা' কুড়িগ্রামের মননশীল মানুষের সাহিত্য অনুধ্যানকে আরও বৈশিষ্ট্যমণ্ডিত করবে।