বাংলা সাহিত্যে মিজান খন্দকারের অবস্থানকে স্মরণীয় করে রাখতে ২০২২-এ প্রবর্তন করা হয়েছে ‘মিজান খন্দকার সাহিত্য পুরস্কার’। ছড়া, কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ সহ মৌলিক গবেষণা ও অনুবাদকর্মের জন্য একজন লেখককে বাৎসরিক এই পুরস্কার প্রদান করা হবে। কুড়িগ্রাম জেলায় জন্ম নেয়া তরুণ লেখকগণকে অমরলোকের স্বপ্ন দেখাবে ‘মিজান খন্দকার সাহিত্য পুরস্কার’।
মিজান খন্দকার সাহিত্য পুরস্কার ২০২৪ এর নিয়মাবলী:
- বইয়ের বিষয়: সৃজনশীল রচনা (কবিতা, গল্প, উপন্যাস, মুক্তগদ্য, প্রবন্ধ ইত্যাদি), মৌলিক গবেষণা, অনুবাদ ও সম্পাদনা।
- কুড়িগ্রাম জেলার যে কোন উপজেলায় জন্মগ্রহণকারী লেখক বই জমা দিতে পারবেন।
- ০১-০১-২০২০ থেকে ৩০-০৬-২০২৪ সালের মধ্যে প্রকাশিত বইয়ের প্রথম সংস্করণ ‘মিজান খন্দকার সাহিত্য পুরস্কার- ২০২৪’ এর মনোনয়নের জন্য গৃহীত হবে।
- ১৮ থেকে ৪০ বৎসর (২০২৪-এ) বয়সী লেখকগণ পুরস্কারের জন্য বিবেচিত হবেন।
- ৩০ আগস্ট ২০২৪ তারিখের মধ্যে 'তীব্র কুড়িগ্রাম' এর ঠিকানায় এক কপি গ্রন্থ জমা দিতে হবে।
বই জমা দেয়ার ঠিকানা:
সুশান্ত বর্মণ
সহকারী অধ্যাপক
বাংলা বিভাগ, কুড়িগ্রাম সরকারী মহিলা কলেজ, কুড়িগ্রাম।
ফোন: 01761845050