"মিজান খন্দকার সাহিত্য পুরস্কার ২০২২" প্রদান ও স্মারক বক্তৃতা উপস্থাপন

"মিজান খন্দকার সাহিত্য পুরস্কার ২০২২" পেলেন কবি শামীম সৈকত।
শামীম সৈকতের হাতে "মিজান খন্দকার সাহিত্য পুরস্কার ২০২২" তুলে দিচ্ছেন কুড়িগ্রাম জেলার শিল্প-সাহিত্যের বিশিষ্ট ব্যক্তিগণ

২০২০ সালে প্রকাশিত "মেরুন সন্ধ্যালোকে" কাব্যের জন্য "মিজান খন্দকার সাহিত্য পুরস্কার ২০২২" পেলেন কবি শামীম সৈকত

 

"মিজান খন্দকার সাহিত্য পুরস্কার ২০২২" অনুষ্ঠানের ব্যানার
 "মিজান খন্দকার সাহিত্য পুরস্কার ২০২২" অনুষ্ঠানের ব্যানার

২১শে অক্টোবর ২০২২ খ্রিস্টাব্দে কুড়িগ্রাম পাবলিক লাইব্রেরিতে বিকেলে এই পুরস্কার তুলে দেওয়া হয়।

"চিত্রিত স্বরূপের অনুভববোধ এবং অনুষঙ্গে সবিশেষ মিজান খন্দকার" শীর্ষক স্মারক বক্তৃতা উপস্থাপন করেন 'তীব্র কুড়িগ্রাম' পত্রিকার সম্পাদক সুশান্ত বর্মণ।

প্রধান অতিথি ছিলেন একুশে পদকপ্রাপ্ত সমাজসেবক এস.এম. আব্রাহাম লিংকন। উপস্থিত ছিলেন সাংবাদিক শফি খান, 'একাল' পত্রিকার সম্পাদক ও গল্পকার জুলকারনাইন স্বপন, উদীচী কুড়িগ্রামের সভাপতি নেজামুল হক বিলু, কবি ও আবৃত্তিকার আশিষ বকসী, 'সাম্প্রতিক কুড়িগ্রাম' সংগঠনের সভাপতি শাহিনুর রহমান এবং প্রয়াত কবি মিজান খন্দকারের স্ত্রী জেসমিন আরা পারুল ও পুরস্কারপ্রাপ্ত কবি শামীম সৈকতের স্বজনসহ আরও অনেকে।

সঞ্চালনায় ছিলেন নুসরাত জাহান এবং মোখলেছুর রহমান।

 

ফটো গ্যালারি


"চিত্রিত স্বরূপের অনুভববোধ এবং অনুষঙ্গে সবিশেষ মিজান খন্দকার" শীর্ষক স্মারক বক্তৃতা উপস্থাপন করেন 'তীব্র কুড়িগ্রাম' পত্রিকার সম্পাদক সুশান্ত বর্মণ
"চিত্রিত স্বরূপের অনুভববোধ এবং অনুষঙ্গে সবিশেষ মিজান খন্দকার" শীর্ষক স্মারক বক্তৃতা উপস্থাপন করেন 'তীব্র কুড়িগ্রাম' পত্রিকার সম্পাদক সুশান্ত বর্মণ

বক্তব্য দিচ্ছেন 'একাল' পত্রিকার সম্পাদক ও গল্পকার জুলকারনাইন স্বপন
বক্তব্য দিচ্ছেন 'একাল' পত্রিকার সম্পাদক ও গল্পকার জুলকারনাইন স্বপন

বক্তব্য দিচ্ছেন বিশিষ্ট সাংবাদিক শফি খান
বক্তব্য দিচ্ছেন বিশিষ্ট সাংবাদিক শফি খান

বক্তব্য দিচ্ছেন উদীচী কুড়িগ্রামের সভাপতি নেজামুল হক বিলু
বক্তব্য দিচ্ছেন উদীচী কুড়িগ্রামের সভাপতি নেজামুল হক বিলু

বক্তব্য দিচ্ছেন পুরস্কারপ্রাপ্ত কবি শামীম সৈকত
বক্তব্য দিচ্ছেন পুরস্কারপ্রাপ্ত কবি শামীম সৈকত

'বিন্দু' পত্রিকার পক্ষ থেকে উপহার দিচ্ছেন বিন্দু সম্পাদক সাম্য রাইয়ান
'বিন্দু' পত্রিকার পক্ষ থেকে উপহার দিচ্ছেন বিন্দু সম্পাদক সাম্য রাইয়ান

'চারুবার্তা' পত্রিকার পক্ষ থেকে উপহার দিচ্ছেন চারুবার্তা সম্পাদক ফিরোজ
'চারুবার্তা' পত্রিকার পক্ষ থেকে উপহার দিচ্ছেন চারুবার্তা সম্পাদক ফিরোজ

'চারুবার্তা' পত্রিকার পক্ষ থেকে দেয়া বাংলা সংস্কৃতির নিদর্শন মাটির পুতুল
'চারুবার্তা' পত্রিকার পক্ষ থেকে দেয়া বাংলা সংস্কৃতির নিদর্শন মাটির পুতুল


ছবিসূত্র: চারুবার্তা

 
কবি মিজান খন্দকার | উদ্যোক্তা: তীব্র কুড়িগ্রাম | কুড়িগ্রাম, বাংলাদেশ | Index